Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে গ্রীষ্মকালিন মুগ প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন মাননীয় সাংসদ


প্রকাশন তারিখ : 2018-02-14

গত ১৩ অক্টোবর/১৮ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খরিপ-১ মৌসুমের প্রণোদনার গ্রীষ্মকালিন মুগ ডাল বীজ ও সার  বিতরণের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ মো: গোলাম মোস্তফা বিশ্বাস।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাব্বর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিয়াকত আলী খাঁন ও গোমস্তাপুর প্রেস ক্লাবের সভাপতি মো: আতিকুল ইসলাম আজম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিহাব রায়হান।


শুরুতে অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাসুদ হোসেন। তিনি জানান, সদর উপজেলায় চলতি  খরিপ-১ মৌসুমে এলাকার বিভিন্ন ইউনিয়নের ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালিন মুগ ডাল চাষের জন্য বিনামুল্যে প্রণোদনার মুগ ডাল বীজ ৫ কেজি এবং বিঘা প্রতি ডিএপি সার ১০ কেজি আর এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে।


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। দেশের উদ্বৃত খাদ্য চাল, বিভিন্ন ধরনের সবজি রপ্তাণীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য সুমিষ্ট আম ফল বিদেশে রপ্তানী শুরু করেছে। কাজেই দেশকে এগিয়ে নিতে বর্তমান কৃষি বান্ধব সরকার কর্তৃক প্রণোদনার বীজ ও সার যেগুলো বিনামুল্যে প্রদান করা হলো সেগুলো যেন সঠিক ভাবে ব্যবহার হয়, সেদিকে কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে। তিনি কৃষি কাজের ব্যাপারে কৃষির উন্নত প্রযুক্তির সহায়তা দানে কৃষক ভাইদের পাশে থেকে কৃষি কর্মকর্তাদের নিরলস ভাবে কাজ করার জন্য উদাত্ব আহ্বান জানান।


বিশেষ অতিথি লিয়াকত আলী খাঁন বলেন, উপজেলার যে সব এলাকায় বন্যায় ফসলের ক্ষতি হয়েছিল সেসব এলাকার ফসলের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান করা হচ্ছে। এধরনের উদ্যোগ একটি যুগান্তকারি উদ্যোগ। এ উদ্যোগের জন্য কৃষি বান্ধব সরকারকে ধন্যবাদ জানান এবং প্রণোদনার বীজ ও সার যেগুলো প্রদান করা হলো, সেগুলোর যথাপোযুক্ত সঠিক ব্যবহারের জন্য উপস্থিত কৃষক ভাইদের অনুরোধ জানান।


সভাপতি উপজেলা নির্বার্হী কর্মকর্তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন, যেগুলো  সহায়তা দেয়া হলো সেগুলোর যেন সদ্ব্যবহার করে ডাল ফসল উৎপাদনে অগ্রনী ভুমিকা রাখতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের কৃষকদের পাশে থেকে পরামর্শের জন্য অনুরোধ জানান ।
প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।